দেশে আর যেন দুঃসময় না আসে- সাঈদ সোহরাব

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দেশে আর যেন দুঃসময় না আসে। সুশাসন প্রতিষ্ঠার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে অন্তবর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে।
তিনি শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধায় তার নিজ গ্রাম মির্জাপুর উপজেলা শহরের পোষ্টকামুরী গ্রামের জহুরবাড়ির মোড়ে আয়োজিত গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা মোহাম্মদ আলী, মাহাবুবুর রহমান, আবু রায়হান, আনোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সাঈদ সোহরাব তার বক্তৃতায় বলেন, ছাত্র জনতার আন্দালনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

৬৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *