স্টাফ রিপোর্টার ॥
উৎসবমুখর পরিবেশে কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শনিবার (২১ সেপ্টেম্বর) শাজাহান সিরাজ কলেজে মিলনায়তনে ২০২৩ শিক্ষাবর্ষে আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি স্টারলিট ডে কেয়ার স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালক ওমর ফারুক সভাপতিত্বে এবং কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক আদর্শ লিপি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ হোসেন মোল্যাহ্ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান ও উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত মেধাবী শিক্ষার্থীরা সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কালিহাতীসহ সমগ্র বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুল অত্যন্ত জোড়ালো ভূমিকা পালন করছে। পাশাপাশি শিশুর মেধাবিকাশে বিনোদনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে উৎসাহ প্রদান করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আগামীতে আরও জোড়ালোভাবে কিন্ডারগার্টেন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সকলকে আহ্বান জানান।
২০২৩ শিক্ষাবর্ষে ১৫১৯ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল ঘোষণায় সাধারণ কোটায় বৃত্তি পায় ২৩৯ জন ও ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৯২ জন।
আলোচনা সভা শেষে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত সম্মানিত অতিথিদেরকেও সম্মাননা স্মারকের মাধ্যমে সম্মান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিহাতী কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মানিত সদস্য ও সদস্যভুক্ত প্রত্যেকটি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সহ সকল মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
কালিহাতীতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান
৫২ Views