স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরের বন্ধুদের সাথে ধলেশ্বরীর শাখা ওয়ার্শী নদীর নাগরপাড়া এলাকায় গোসলে নেমে ফায়াদ শিকদার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ফাহাদ মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও ওয়ার্শী ইউনিয়নের নবগ্রাম এলাকার মামুন সিকদার এর ছেলে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গোসলে নেমে নিখোজ হয় ফাহাদ।
জানা গেছে, ফাহাদ সোমবার দুপুর দেড়টার দিকে বন্ধুদের সাথে ধলেশ্বরী শাখার ওয়ার্শী নদীর নাগরপাড়া এলাকায় গোসল করতে নামে। পানিতে খেলা করতে করতে ¯্রােতে তলিয়ে নিখোঁজ হয়। বন্ধুদের চিৎকারে স্থানয়ি লোকজন এসে উদ্ধার কাজ চালান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে বিকেলে চারটার দিকে ফাহাদের মরদেহ উদ্ধার করেন।
উয়ার্শী ইউপি সাবেক সদস্য সেকেন্দার মিয়া ফাহাদের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।