গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের সাথে মতবিনিময়

আইন আদালত গোপালপুর টাঙ্গাইল

নুর আলম, গোপালপুর ॥
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলার ৪৬টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে, এর মধ্যে পৌরসভায় ১৪টি পূজা মন্ডপে, এবং ইউনিয়ন পর্যায়ে ৩২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ থাকবে, এবং প্রত্যেকটি পূজা মন্ডবে আনসার সদস্য, পুলিশ প্রশাসনের দায়িত্বরত কর্ম দায়িত্ব পালন করবেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,
পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিজিৎ দে নিন্টু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলয় কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সদস্য প্রবীর চন্দ্র চন্দ্র, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, থানা মসজিদের পেশ ইমাম মুফতি নুরুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন তালুকদার, ঝাওয়াইল বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি শাহা প্রমূখ।
এ সময় হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণিপেশার লোক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৪৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *