স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলায় ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৩ জন মানুষ। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪ জন, মির্জাপুর উপজেলায় ৮ জন এবং নাগরপুর উপজেলায় ১ জন।
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারী থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত জেলায় ৫৮৫ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫১৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৪ জন। ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণ করেছেন ৩ জন।
৪৮ Views