মির্জাপুর শহর যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত ও ডাস্টবিন স্থাপন

টাঙ্গাইল মধুপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহর যানজট নিরসনে ফুটপাত থেকে দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে ৩০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর পৌরসভা প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান অভিযান চালিয়ে ফুটপাত থেকে দোকান উচ্ছেদ ও ডাস্টবিন স্থাপন করেন।
এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্ত্বর এলাকায় যানজট মুক্ত রাখতে যাত্রী পরিবহনের সকল ধরনের যানবাহন কমপক্ষে ২০০ ফুট দুরে থামিয়ে যাত্রী উঠানামা এবং টার্মিনালসহ বিভিন্ন নিদিষ্ট স্থানে রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, পৌর হিসাব রক্ষক কর্মকর্তা আবুল হাসানাত আকন, মির্জাপুর বাজার বনিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, কুমুদিনী হাসপাতালের জিএম অনিমেষ ভৌমিক লিটন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মির্জাপুরের সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম, সিফাত মৃধা, ইমন সিদ্দিকী, বৈষম্যবিরোধী সামাজিক সংগঠনের সমন্বয়ক লাভলু মিয়া, সোহাগ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

৪৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *