টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।
“পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্যে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সারাদেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলার পর্যটন শিল্পের প্রসার ঘটানো বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তরা নতুন নতুন পর্যটন কেন্দ্র তৈরীসহ জেলার পর্যটন কেন্দ্রগুলোকে আরো আকর্ষনীয় করে গড়ে তুলে দেশী-বিদেশী পর্যটকদের উপস্থিতি বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিজম’ ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।

৪৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *