নুর আলম, গোপালপুর ॥
ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য কটুক্তি করার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে কওমি ওলামা পরিষদের ও ইমাম মোয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবারে (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের শেষে গোপালপুর গোহাটি মসজিদ এর সামনে থেকে গোপালপুরে কওমি ওলামা পরিষদের ও ইমাম মোয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগানের মুখরিত হয়ে গোপালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি নাজির সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, পৌর ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হান্নান, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ, দক্ষিণ গোপালপুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ নুরুদ্দিন, মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।