
স্টাফ রিপোর্টার।।
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে সারা দেশের মতো টাঙ্গাইলেও সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরিফা হক।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াইল ইসলাম চ্যেধুরী। সভায় সরকারী-বেসকারী দপ্তরের কর্মকর্তা ও কন্যা শিশু ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।