স্টাফ রিপোর্টার ॥
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্ত করার লক্ষ্যে ১৮ দিন ব্যাপী টিকা প্রদান কর্মসুচি শুরু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী ১৪ হাজার ছাগল ও ভেড়ার ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়ার বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রাণিসম্পদের ঢাকা বিভাগের পরিচালক ফরিদা ইয়াছমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসুচির উদ্বোধন করেন।
টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ বিভাগের জেলা ট্রেনিং অফিসার ডাঃ শহীদুল আলম জানান, পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকপ্লের আওতায় জেলার ১২ উপজেলায় এক যোগে পিপিআর রোগ মুক্ত করার লক্ষ্যে ছাগল ও ভেড়াকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।