বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
সারাদেশের মতো টাঙ্গাইলেও বুধবার (২ অক্টোবর) শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসবের দেবীপক্ষ। সকালে টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া সর্বজনীন মন্দিরে শুভ মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে চন্ডি পাঠের মধ্যদিয়ে শুরু হয় শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা। ভক্তদের অংশগ্রহণে করা হয় দেবী দূর্গার আবাহন। শিল্পীরা সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন অমরত্ব লাভের মধ্যদিয়ে স্বর্গলোকে মহিষাসুরের অত্যাচার, দেবী দূর্গার আবির্ভাব ও মহিষাসুর বধের কাহিনী।
আজ শুভ মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর বেজে উঠেছে। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ করা হয়। পূজার মধ্য দিয়ে শেষ হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। আগামী (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে আগামী (১২ অক্টোবর) দশমী পূজায় সম্পন্ন হবে শারদীয় দুর্গোৎসব।
এবার দেবীর আগমন ঘটবে ‘দোলায়’। শাস্ত্রমতে, দোলায় আগমনের অর্থ পৃথিবীতে মড়ক দেখা দিতে পারে। রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে।
টাঙ্গাইলে শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু দূর্গোৎসবের দেবীপক্ষ
৪৬ Views