ভূঞাপুরে বিয়ের দেড় মাস পর গলায় ওড়না পেঁচিয়ে বাবার বাড়িতে নববধূর মৃত্যু

অপরাধ গোপালপুর টাঙ্গাইল ভূঞাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে সুমাইয়া (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া আগতেরিল্ল্যা গ্রামের সোনা উল্লাহের মেয়ে ও জেলার পাশ্ববর্তী গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বাসিন্দা সবুজের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় আগে পাশ্ববর্তী পোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বাসিন্দা সবুজ নামে এক যুবকের সাথে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। তার আগে থেকেই মানুষিক ভারসাম্যহীন রোগী ছিল সে। গত (৩০ সেপ্টেম্বর) সুমাইয়া স্বামীর বাড়ি থেকে তার বাবা সোনা উল্লাহর বাড়িতে বেড়াতে আসে। এরপর তার সমস্যা আরও বেশি হয়। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে হঠাৎ ঘরের সিলিং ফ্যানের ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুমাইয়া মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনিপ্রক্রিয়া শেষে ওই নববধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

৬৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *