সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কালিহাতী উপজেলার শোলাকুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।
কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু খান ও স্থানীয়রা জানান, ঢাকা হতে ছেড়ে আসা ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের শোলাকুড়া ব্রীজ নামক স্থানে আসলে বিপরীতমুখী থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এ সময় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি নিহত হন। স্থানীয় লোকজন, কালিহাতী ফায়ার সার্ভিস এবং এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে গুরুতর আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রেরণ করেন। এ সময় হাসপাতাল নেওয়ার পথে আরও ২ জনসহ মোট ৪ জন নিহত হন।
এ ঘটনায় নিহত ৪ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষ বায়ান গ্রামের মৃত আঃ ওয়াজেদের ছেলে জিয়াউল (৩৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু খান আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।