
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল জলিল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে পৌর সদরের পুষ্টকামুরী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার (২ অক্টোবর) রাতে একই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে মির্জাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ দুই নেতার বাড়ি উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত (৪ আগস্ট) গোড়াই হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে আব্দুল জলিল খান ও আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) জলিল খানকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন কলেজ ছাত্র ইমন হত্যা মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাদের গ্রেপ্তার করার কথা স্বীকার করে তিনি বলেন, তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছেন।