স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, সাংবাদিক ও রাজনীতিবিদদের সঙ্গে ভালো বন্ধন ও আন্তরিকতা থাকতে হবে। এই দুইয়ের সঙ্গে ভালো বন্ধন না থাকলে দেশ ও জাতি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য তার বক্তৃতায় আরও বলেন, বিএনপি বড় একটি রাজনৈতিক দল। দলে নেতৃত্বে প্রতিযোগিতা থাকলেও কোন গ্রুপিং নেই। সে কারণে তিনি সংবাদ পরিবেশেনের ক্ষেত্রে ভাষাগত ব্যবহারের দিক দিয়ে সজাগ থাকার আহবান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে জনগণের ভোটে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। স্থানীয় সাংবাদিক ও রাজনীতিবিদরা মিলে মির্জাপুরের উন্নয়নে ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেসক্লাব মিলনায়তনে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি শওকত আকবর, যুগ্ম-সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, জসিম উদ্দিন, আলম মৃধা, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিব সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, জাহাঙ্গীর হোসেনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি বড় একটি রাজনৈতিক দল- আবুল কালাম আজাদ
৪৭ Views