স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বাস মিনিবাস মালিক সমিতির আমানতের কুপন-এর ফেরত অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ অক্টোবর) দুপুরে নতুন বাস টার্মিনালে জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল কাশেম রেজভী, সদস্য নিলুফা ইয়াসমিন, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম তুষার প্রমুখ। এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে চেকের মাধ্যমে গোপালপুর উপজেলার সকল সদস্যের আমানতের কুপন ফেরত দেয়া হয়।