নাগরপুর সংবাদদাতা ॥
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টার সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে র্যালিটি নাগরপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে সকলে উপস্থিত হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সংগঠনিক সচিব সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলামের সঞ্চালনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মীর ওবায়েদ স্কুলের পরিচালক মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক নুর হোসেন মিয়া। উক্ত আলোচনা সভায় বক্তারা একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকের ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি দেশের প্রতিটি ক্ষেত্রে একটি শিক্ষকের প্রাপ্য সম্মান ও সম্মানী এবং কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি নিশ্চিতকরণের জন্য জোর দাবি তোলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা এম ওয়াহেদ আলী কিন্ডারগার্টেনের পরিচালক শফিউদ্দিন, সিনি: সহ-সভাপতি যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরেফিনা আক্তার মিতু, সহ-সভাপতি ধুবড়িয়া আইডিয়াল স্কুলের পরিচালক সানোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক সাইফুল ইসলাম, পংবাইজোড়া কিন্ডারগার্টেনের পরিচালক সোলাইমান, সাংগঠনিক সম্পাদক প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক শরিফুল মোল্লা মানিক, কোষাধ্যক্ষ লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক আজিম হোসেন রতন, শহীদ ক্যাডেট একাডেমী নাগরপুরের পরিচালক (প্রাথমিক) সেতাব আলী, সানিডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমূখ। এছাড়াও নাগরপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।