
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমূখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের লক্ষে সনাতন ধর্মাবল্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা। রবিবার (৫ অক্টোবর) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আন্ধরা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সনাতন নেতা জিতেন্দ্র নাথ সূত্রধরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জগন্নাথ মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বজ বর্মন সরকার, সাধারণ সম্পাদক জয়সূত্র ধর, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দিন, সাধারণ সম্পাদক অতুল সাহা, জাহাঙ্গীর আলম, পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা তার বক্তৃতায় বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে তিনিসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মন্ডপের পাহাড়ায় থাকবেন বলে হিন্দু নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।