স্টাফ রিপোর্টার ॥
মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা প্রতিমা ভাঙ্গতে পারে তারা মানুষ হতে পারে না। কোন ধর্মেই হত্যা, অন্যায়, অবিচার সমর্থন করে না। বাংলাদেশ আমাদের সবার। তাহলে আপনারা সংখ্যালঘু বলে কেন অসহায়বোধ করবেন। ছাত্র জনতার আন্দোলনে বহু শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই নতুন বাংলাদেশ গড়তে বর্তমান সরকারকে কোন ভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।
তিনি সোমবার (৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে বিষ্ণুপুর উবিনীগ হলরুমে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ আল নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা পাথরাইল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।