স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ৩১ লিটার চোলাইমদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মুশুরিয়াঘোনা এলাকা থেকে মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩৮) ও টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে শামীম আল মামুন (৩০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকা থেকে তাদের চোলাইমদ বিক্রি তথ্য পেয়ে অভিযান চালিয়ে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। মদের বাজার মূল্য প্রায় সাড়ে ৯ হাজার টাকা। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মির্জাপুরে চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার
৫২ Views