স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ১৪টি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। গত (২৯ সেপ্টেম্বর) ও বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৫টি হলে প্রভোস্ট এবং পরিবহন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা পদের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন- ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক পদে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফজলুল করিম, কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক পদে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আবু জুবাইর, আলেমা খাতুন ভাসানী হলে প্রভোস্ট পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা, বিএনসিসির প্লাটুন কমান্ডার পদে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল গাফ্ফার খান, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমান, আইসিটি সেলের পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী প্রক্টর পদে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহনাজ আব্বাসী বাধনকে নিয়োগ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে শহীদ জিয়াউর রহমান হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবীর হোসেন, জননেতা আব্দুল মান্নান হলে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার জাহান মলয়, শহীদ জননী জাহানারা ইমাম হলে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের সহযোগী অধ্যাপক নুরজাহান খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ তালুকদার এবং শেখ রাসেল হলে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রাশেদকে আগামী তিন (০৩) বছরের জন্য প্রভোস্ট পদে নিয়োগ প্রদান করা হয়।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল বাশারকে পরিবহন পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সূত্রে জানা যায়, আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই হলের প্রভোস্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
মাভাবিপ্রবির রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বাকি ফাঁকা থাকা পদগুলোতেও দ্রুত নিয়োগ দেয়া হবে।