নাগরপুরে সহকারী শিক্ষকদের স্বারকলিপি

টাঙ্গাইল নাগরপুর

নাগরপুর প্রতিনিধি ।।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা ও বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা নিবার্হী অফিস কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অফিসে এ স্বারকলিপি প্রদান করেন।
উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনের মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক আহসানুল কবীর মুকুল, হারুন অর রশিদ, মো. জাকির হোসেন, মাহবুবুর রহমান রিপন, রেজাউল করিম, মো. ছানোয়ার হোসেন, মো. আনিসুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. জুবায়ের হোসেনসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

৫৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *