কালিহাতীর সল্লায় বাসের ধাক্কায় অটোরিক্সার ২ জন নিহত ॥ আহত ৬

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লায় বাসের ধাক্কায় অটোরিক্সার চালকসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ছয়জন। শুক্রবার (১১ অক্টোবর) রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় অরিণ ট্রাভেলস্ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিক্সার চালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মন্ডলের ছেলে শওকত মন্ডল (৩৮) ও অটোরিক্সার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস (৪০)। নয়ন পূজা উপলক্ষে তার শ্বশুরবাড়ি সল্লা এলাকায় বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ও আহতরা শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার দেউপুর পূজামণ্ডপ পরিদর্শন শেষে অটোরিক্সা যোগে সল্লা ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস্ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সায় থাকা শিশুসহ আটজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে নয়ন চন্দ্র দাসের (৪০) মৃত্যু হয়। গুরুত্বর আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে অটোরিক্সার চালক শওকত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে তাকে ঢাকা নেয়ার পথে শওকত মন্ডলের (৩৮) মৃত্যু হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান জানান, বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।

 

৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *