গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এতে তিনি প্রধান অতিথি ছিলেন। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
গোপালপুর উপজেলার গুলিপেঁচা ছাত্রদলের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান রানা, মিরন মিঞা, স্থানীয় ছাত্রদল নেতা রুবেল ইসলাম, দেওয়ান জনি, নাহিদ তালুকদার, দেওয়ান খাইরুল, খন্দকার শাহিন, রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নামে টুর্নামেন্টটি তার নিজ গ্রামে মাসব্যাপী অনুষ্ঠিত হবে। এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু জেল থেকে মুক্তি পাওয়ার পর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই ফুটবল টুর্নামেন্টে গুলিপেঁচা সুপার কিংস, গুলি পেঁচা ক্যাপিটালস, গুলিপেঁচা সুলতান কিংস, গুলিপেঁচা লিজেন্ডস, গুলিপেঁচা সুপার জায়ান্টস, গুলিপেঁচা ভিক্টোরিয়ান্স নামক ৬টি দল অংশ নিচ্ছে।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সুলতান সালাউদ্দিন টুকু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় গোপালপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালপুরে আব্দুস সালাম পিন্টু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
৭০ Views