মির্জাপুরে অন্যতম সমন্বয়ক জাকির আবারও হাসপাতালে ভর্তি

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাকির সিকদারকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছেন। ছাত্রলীগের কর্মীদের হামলায় তাঁর আঘাত জনিত ব্যথা পুণরায় বেড়ে গেলে তাকে মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে সমন্বয়ক জাকির সিকদারের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তাঁর পরিবার।
গত (১৫ আগস্ট) শহিদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে গেলে সমন্বয়ক জাকির সিকদার, মোজাহিদুল ইসলাম ও ইমন সিদ্দিকীর উপর উপজেলা ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তারা মারাত্মকভাবে আহত হন। তাদের প্রথমে কুমুদিনী হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার উন্নতি হলে কিছুদিন পরে বাসায় ফিরেন।
এদিকে বেশ কিছু দিন সুস্থ থাকার পর জাকির সিকদারের অন্ডকোষের আঘাতজনিত ব্যথা পুণরায় বেড়ে গেলে গত (৭ সেপ্টেম্বর) পুণরায় মির্জাপুর জেনালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবির পর্যবেক্ষনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে যমুনা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আনিসুর রহমান জানিয়েছেন। অন্ডকোষের আঘাত জনিত কারণে তার এই ব্যথা হয়ে থাকে বলে তিনি জানিয়েছেন।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাকির সিকাদরের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাকির সিকদারের পরিবার।

৯২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *