
সাদ্দাম ইমন।।
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে রবিবার (১৩ অক্টোবর) শেষ হয়েছে হিন্দু ধর্মাবল্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। বিকেল থেকেই প্রতিটি পুজা মন্ডপে সকল বয়সী হিন্দু নারী-পুরুষ দেবী দূর্গাকে বিদায় জানাতে আসেন। তারা সিদুর পরিয়ে ও মিষ্টিমুখ করে দেবী দূর্গা ও তার চার সন্তান লক্ষী, সরস্বতি, কার্তিক ও গনেশকে বিদায় জানান। এসময় জগতের মঙ্গল কামনায় বিবাহিত নারীরা একে অপরকে সিদুর পরিয়ে দেন। যুবক-যুবতিরা মেতে উঠেন নাচ-গানে। পরে স্থানীয় জলাশয়ে অশ্রুস্বজল পরিবেশে প্রতিমা বির্সজন দেয়া হয়। প্রতিমা বিসর্জন উপলক্ষে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ হতে নেয়া হয়া ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা।