
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার মামুদনগর ইউনিয়ন থেকে ৪ চোরসহ পিকআপ ভ্যানটি উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন-উপজেলার শালিনাপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে রাজিব মিয়া (২৬), ঘিওরকোল গ্রামের হাকিম শেখের ছেলে লাভলু শেখ (৩০), বাবনাপাড়া গ্রামের মৃত. আবুল বাসারের ছেলে শাহিন মিয়া (৫১) ও একই গ্রামের কসাই গাজী ওরফে গাজীর ছেলে জাকির হোসেন (৩৬)।
প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গত সোমবার (১৪ অক্টোবর) রাত ১২ টার দিকে দেলদুয়ার থানার মৃত মোসলেম খানের ছেলে গাড়ি চালক নওজেশ খান নাগরপুর থানায় এসে পিকআপ ভ্যান চুরির অভিযোগ দায়ের করেন। টাটা কোম্পানির একটি দেড় টন নীল ও হলুদ রংয়ের পিকআপ, যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-ন-১৪-৯০৫৫। পিকআপ ভ্যানটি অজ্ঞাতনামা চোরেরা গত (৯ অক্টোবর) রাত ৮টার দিকে নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নের মানরা সাকিন বারিন্দা বাজারের কাছে রাস্তার পাশ থেকে চুরি করে নিয়ে যায়। এমন অভিযোগের পর নাগরপুর থানা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে মামুদনগর এলাকা হতে খন্ডিত পিকাআপটি উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাগরপুর থানায় মামলা হয়েছে। আসামীদের দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।