সখীপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার শিক্ষক দম্পতির যমজ দুই মেয়ে যারীন ও যাহরার এইচএসসি পরীক্ষায় অবিশ্বাস্য সাফল্যে বাবা-মা গর্বিত। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশ হয়। এতে ঢাকার স্বনামধন্য হলিক্রস কলেজের শিক্ষার্থী দুই জমজ বোন বিজ্ঞান বিভাগ থেকে একজন ৯৫%, অন্যজন ৯২% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।
জানা যায়, ঢাকা হলিক্রস কলেজের শিক্ষার্থী যারীন তাসনীম ও যাহরা তাসনিমদের এমন ফলাফলে আত্মীয় স্বজন, এলাকাবাসী ও উপজেলার মানুষ অত্যন্ত খুশি। অনেকে এই যমজ বোনের ফলাফল শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করেন।
জমজ দুই মেয়ের এমন সাফল্যে মা চায়না আক্তার জানান, তারা সহজ-সরল ও মেধাবী। বাবা স্কুল শিক্ষক আবু জুয়েল সবুজ বলেন, আমি মেয়েদের পড়ার জন্য চাপ দেয়নি কখনও। তারা তাদের মতো পড়াশোনা করে ভালো ফলাফল করেছে।
দুই যমজ বোন মুঠোফোনে জানায়, যারীন তাসনিম ইন্জিনিয়ারিং কোর্স এবং যাহরা তাসনিম মেডিকেল পড়তে ইচ্ছুক। তারা দুই বোন এলাকাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।