বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
টাঙ্গাইল জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ টহল কার্যক্রম অব্যহত রয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু’র নেতৃত্বে প্রতিদিন রাতে জেলার গুরত্বপূর্ণ এলাকায় জেলা পুলিশ টহল দিচ্ছেন। এ সময় কোন ব্যক্তিকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে টাঙ্গাইল জেলায় পুলিশের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিলো। পুলিশের কার্যক্রম পুর্নরায় আগের অবস্থানে ফিরিতে আনতে এবং জনবান্ধব পুলিশ গড়ে তুলতে গত (১ সেপ্টেম্বর) থেকে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়ক এবং জেলা শহরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। একই সাথে সন্ত্রাসী, চাঁদাবাজ, পলাতক আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক ও বিষ্ফোরক দ্রব্যাদি উদ্ধার এবং ইভটিজিং বন্ধ করতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রতি রাত ৮ টা থেকে ভোর রাত ৪ টা পর্যন্ত এই টহল দেয়া হয়।
এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, টহল কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে মহাসড়কে বিভিন্ন অপরাধ নিমূল এবং একই সাথে বাস-ট্রাক ডাকাতি এবং যাত্রী সাধারণের নিরাপত্তার রক্ষার্থে এ কার্যক্রম পরিচালনা করা। আমরা প্রতিনিয়ত রাতে টহল দিচ্ছি। এছাড়া অপরাধীদের অভয়ারণ্য স্থানগুলো চিহ্নিত করে সেসব স্থানে কাজ করা হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুউদ্দীন, ডিবি দক্ষিণের (ওসি) মীর মোশারফ হোসেন, সদর মডেল থানার (ওসি) তানবীর আহম্মেদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।