স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) কালিহাতী পৌরসভার ৭ নং ওয়ার্ড হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপত্বিত করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার।
কর্মী সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার। এ সময় তিনি বলেন, সাংগঠনিকের বাহিরে যারা দলের কথা বলে, ধানে শীষের কথা বলে, যারা শহীদ জিয়ার সৈনিক। তাঁদেরকে বাদ দিয়ে যদি অন্য কিছু করার চিন্তাভাবনা করে দয়া করে মাঠ ছেড়ে চলে যান । এদেশে ১৮ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে লালন করে, বুকে ধারণ করে।
কর্মীসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, সাবেক সহ সভাপতি আনছার আলী সিকদার, কালিহাতী পৌসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর একেএম আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এসএমএ খালিদ, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক হিরো, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা বায়েজিদ আহম্মেদ এবং উপজেলা ছাত্রদলের নেতাসহ আরো অনেকেই। উক্ত কর্মী সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন কালিহাতী পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর এনামুল হক।