স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে পুলিশ সুপারের চুরি হওয়া মোবাইল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে মোবাইলসহ ওই চোরকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল অনুমান ৭টা ১০ মিনিটের সময় টাঙ্গাইল কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ইমামুর রশীদ শহরের টাঙ্গাইল ক্লাবের পিছনে সরু রাস্তা দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় হাতে থাকা তাঁর ব্যবহৃত ওয়াল্টন ব্যান্ডের মোবাইল ফোন অজ্ঞাতনামা এক চোর চুরি করে নিয়ে যায়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবীর আহাম্মেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, মোবাইল চুরির বিষয়ে সদর থানায় লিখিতভাবে জানালে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে সদর থানার একটি আভিযানিক দল সিসি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল অনুমান ৭টা ১০ মিনিটের সময় শহরের বেপারীপাড়া বোখারী মসজিদের সামনে থেকে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত করে পুলিশ। এ সময় পুলিশ হাতে নাতে চুরির ঘটনার সাথে জড়িত থানাপাড়া এলাকার বাসিন্দা পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-সাহিদার ছেলে হাবিবকে (২২) আটক করে। আটককৃতর হেফাজত হতে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার (ওসি) আরও জানান, আটককৃত হাবিবের (২২) বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডাকাতির প্রস্তুতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। উক্ত মামলাগুলো টাঙ্গাইল আদালতে বিচারাধীন আছে। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টাঙ্গাইলে এসপির চুরি যাওয়া মোবাইল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ॥ একজন আটক
১০৬ Views