টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্যে বাণিজ্য মন্ত্রণালয় সর্ম্পকিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে পৌর শহরের সবচেয়ে বড় পাইকারী ও খুচরা পার্ক বাজার এলাকায় পাইকারী ও খুচরা দোকানে বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। পৌর শহরের সবচেয়ে বড় পার্ক বাজরে সিনিয়র সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আল-ইমরান অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্সের সদস্য ও কনজুমারস এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ কৃষি বিপণীন কর্মকতার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বহিনীর সদস্যরা। অভিযান পরিচালনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বেশকটি পাইকারি ও খুচরা দোকানে মালিকদের সর্তক করেন। এছাড়াও কয়েকটি দোকানের পণ্য বিক্রির মুল্যে তালিকা না থাকায় জরিমানা করা হয়। ভবিষ্যতে একই রকমের মুল্যে তালিকা না পাওয়া গেলে তার জন্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি।
এছাড়াও লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা ।

৭৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *