স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোববার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলে দুই আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাসটি আটক করলেও এর চালক ও সহকারি পলাতক রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নান্নু খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
১০২ Views