স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার চরসলিমাবাদ (ভূতের মোড়) যমুনা নদী হইতে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর, বাককাটারি ও কামুটিয়া পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের নেতৃত্বে সেনাবাহিনীর মেজর হাফিজুর রহমান ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ, ভূমি ও মৎস্য অফিসের কর্মকর্ত ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনার খবর পেয়ে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। পরে অবৈধভাবে মা ইলিশ শিকার করার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এদিকে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়।