টাঙ্গাইলে আশা’র শিক্ষা সুপারভাইজারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
আশা-শিক্ষা কর্মসূচির প্রসার , চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্তসহ ইত্যাদি লক্ষ্য সামনে রেখে টাঙ্গাইল ও গাজীপুর জেলার ৩০ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা শহরের বিশ্বাস বেতকা এনজিও ফোরামে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আশা টাঙ্গাইল জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক।
এ সময় তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য , উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডিশনাল ম্যানেজার আবেদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আশা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।
দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৪৯ টি ব্রাঞ্চে ১ হাজার ৪৯ জন শিক্ষা সুপারভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে। বিগত ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

৭২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *