মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে যমুনা সেতু রেল সংযোগ সড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়াতে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সকালে প্রাতভ্রমণকারীরা ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। তারা এগিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে মির্জাপুর ট্রেন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা ঘটনাস্থলে যান। তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি ট্রেন স্টেশনের কর্তৃপক্ষ।

এ বিষয়ে মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। ঠিক কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সকাল ৬টা ৪১ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করেছে বলে তিনি জানান। জযদেবপুর রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

৪৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *