
মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলায় গণসংযোগ ও পথসভা করে যাচ্ছে লে. কর্ণেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। তিনি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পাড়ামহল্লা ও গুরুত্বপূর্ণ হাট-বাজারে তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন।
আসাদুল ইসলাম আজাদ মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা। চাকরি জীবন শেষ করে এলাকায় এসে তিনি ক্রীড়া সংগঠন গড়ে তোলেন। খেলাধুলার জন্য তৈরি করেন মাঠ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়সহ বিভিন্ন কাজে দান অনুদান করে যাচ্ছেন বলে তার কর্মী সমর্থকরা জানিয়েছেন।
গত কয়েক মাস যাবত জনসংযোগ ও পথসভা করে তুলে ধরছেন নিজের পরিচয়। এলাকার উন্নয়নের কথা বলার পাশাপাশি তুলে ধরছেন বিএনপির বহুদলীয় গণতন্ত্রের কথা। দলের পক্ষে কাজ করতে দলের নেতাকর্মী, সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করার আহবান জানান তিনি। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার জন্য আহবান জানিয়ে বলেন সকল ভেদাভেদ ভুলে দলের ঐক্য অটুট রেখে ভোটের মাঠে কাজ করতে হবে। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির কথা তুলে ধরেন। তিনি মনোনয়ন পেয়ে জয়লাভ করলে এলাকার উন্নয়নের নানা দিক তুলে ধরেন এই মনোনয়ন প্রত্যাশী।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে মধুপুর পৌরসভার জটাবাড়ি পাইনাবাড়ি মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় মাওলানা সাবাজ উদ্দিন। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লে. কর্ণেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। তার বড়ভাই আশরাফুল ইসলাম মাসুদ, জাটাবাড়ি গ্রামের আইয়ুব আলী, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাবিজুর রহমান প্রমুখ।
এর আগে তিনি আলোকদিয়া ইউনিয়নের শটীবাড়ি, গোলাবাড়ি, ভাইঘাট, মির্জাবাড়ি, গারোবাজার, মহিষমারা বাজারসহ মধুপুর-ধনবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেছেন। পথসভায় তার কর্মীসমর্থক ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।