মধুপুরে ৭৬ বস্তা চোরাই চাউল উদ্ধারসহ একজন গ্রেফতার

আইন আদালত টাঙ্গাইল মধুপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে ৭৬ বস্তা চোরাই চাউল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ (উত্তর)। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নারিন্দিয়া এলাকা থেকে আব্দুল হাইকে (৪১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হাই (৪১) কালিহাতী উপজেলার মালতি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত (১২ অক্টোবর) মধুপুর পৌরসভায় “মেসার্স হাজী” নামক সেমি অটো রাইজ মিল ঘরের মেইন গেইট ও দরজার তালা কেটে রাতের অন্ধকারে রাইজ মিলের ভিতরে ঢুকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ৫০ কেজির ১৩০টি চাউলের বস্তা চুরি করে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। পরে গত (১৫ অক্টোবর) মধুপুর থানার মামলা দায়ের করা হয়।
চুরির মামলাটি ক্লু-লেস হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরফুদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাউল চুরির রহস্য উদঘাটন করে। চুরির সাথে জড়িত ব্যক্তির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। আসামী আব্দুল হাই’র কাছ থেকে চুরিকৃত ৫০ কেজি ওজনের ৭৬ বস্তা চোরাই চাউল উদ্ধার করা হয়। পরে আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৩০ বস্তা চাউল চুরির সাথে জড়িত থাকার বিষয়ে নিজের দোষ স্বীকার করেন। আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। চুরির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

৬২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *