
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্ড পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয় অর্জন করে। এছাড়া একই বিদ্যালয়ের বিতার্কিক মুনতাহা শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার লাভ করেন। এর আগে গত (২১ ও ২২ অক্টোবর) ৮টি দলের মধ্যে এই মিলনায়তনে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল আলম। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।