৩৫শ’ অনার্স-মাস্টার্স শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
৩২ বছরের বৈষম্য অবসান দূরকরণ ও প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবীতে টাঙ্গাইলে অনার্স-মাস্টার্স শিক্ষকরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচীতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানান শিক্ষকরা।
এতে বক্তব্য রাখেন বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহাতাবুল ইসলাম, প্রভাষক দেওয়ান কামরুন্নাহার, প্রভাষক আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষক রয়েছে। কিন্তু দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে আসছি। গত (১৭ অক্টোবর) ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচী পালনের সময় যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অতিদ্রুতই শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

 

৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *