
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গত (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ফুটফুটে এই সন্তানের জন্ম হলেও, সন্তানের পিতৃ পরিচয় মেলেনি। সরেজমিনে দেখা যায়, ফুটফুটে নবজাতকের মুখ দেখে হাসপাতালের অন্যরা খুশি, তবে একজন মানসিক প্রতিবন্ধীকে গর্ভবতী করায় ধিক্কার জানিয়েছেন তারা।
জানা যায়, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে মানসিক ভারসাম্যহীন এই নারীর পরিচর্যা করে আসছেন পৌর শহরের আল মুকাদ্দাস ফাউন্ডেশন নামে একটি আশ্রমের প্রতিষ্ঠাতা মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। মারিয়াম মুকাদ্দাস মিষ্টি বলেন , গত ১৫ দিন আগে ফেসবুকে এক ব্যক্তি তাকে জানায়, কালিহাতী উপজেলার দূর্গাপুর পটল বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা একজন নারী আছে। মিষ্টি তার প্রতিষ্ঠানে বেশ কিছু মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে আশ্রয় এবং সুচিকিৎসার ব্যবস্থা করে আসছেন। মানসিক ভারসাম্যহীন ওই নারীর খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। সেখান থেকে ওই নারীকে নিয়ে এসে তার প্রতিষ্ঠানে আশ্রয় দেন। এছাড়াও সুচিকিৎসার ব্যবস্থা করেন ।
তিনি আরও বলেন, গত (২২ অক্টোবর) রাতে অন্তঃসত্ত্বা ওই নারীর প্রসব বেদনা শুরু হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। ফুটফুটে এই নবজাতকের ব্যাপারে সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে আগ্রহী কোন দম্পতিকে আইনগত প্রক্রিয়ায় মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: খন্দকার সাদিকুর রহমান জানান, জন্ম নেয়া শিশুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে। ওই নারীর পরিবারের কাউকে না পাওয়াতে আমরা সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে রাখতেছি। এছাড়াও হাসপাতালের স্ক্যানুতে কিছুদিন রাখা হবে।