
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মধুপুর।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় ৬টি দল অংশ নেয়। এদের মধ্যে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ইয়াসা মারিয়াম ইউশা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।
বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মধুপুরের সভাপতি অধ্যাপক গোলাম সামদানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারি পরিচালক রবিউল ইসলাম, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুরের একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান প্রমূখ।
বিতর্ক প্রতিযোগিতায় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বানুরগাছি উচ্চ বিদ্যালয়, আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, চাপড়ী বহুমুখী স্কুল এন্ড কলেজ, শোলাকুড়ী হাই স্কুল, আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইয়াসা মারিয়াম ইউসা, আনাস মোহাম্মদ, সিদরাতুল মুনতাহা। রানার আপ হয়েছেন শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের নওশীন তাবাসসুম মাটি, লুবনা ইসলাম অনন্যা, নোশিন আঞ্জুম রাকা।
বিকেলে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।