
স্পোর্টস রিপোর্টার ॥
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর মাঠে বর্ষাকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সহদেপুর ইউনিয়নের সহদেপুর মাঠে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয়রা।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সাবেক সহ সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান সহদেপুর ইউনিয়ন পরিষদ বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সিজন ৮ এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। উক্ত খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব (২-০) গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু সার্জারী বিভাগ, ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ৭নং সহদেবপুর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড, সাবেক ইউপি সদস্য আব্দুল বাছেদ মিয়া, কালিহাতী পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হক, সহ-সভাপতি ১নং ওয়ার্ড, সাবেক ইউপি আবু ছালাম। প্রধান সঞ্চালক সমাজসেবক আশরাফুল আলম। ব্যবসায়ী সৈয়দ শামছুজ্জামান রেজভী (অমিত), ৩নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য পরিতোষ চন্দ্র পাল, হযরত মন্ডল, পরিতোষ চন্দ্র পাল, বরেণ্য অতিথিবৃন্দ সাবেক সহ-সভাপতি, গাজীপুর জেলা ছাত্রদল, ফরহাদ হোসেন, এডভোকেট, গাজীপুর জর্জকোর্ট আপেল মাহমুদ অপু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামান খান, সার্বিক সহযোগিতায় সহদেবপুর গ্রামবাসী ৷