টাঙ্গাইলের বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্যের পথচলা শুরু

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বিশ্বাস বেতকা এলাকায় বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্যের পথচলা শুরু করলেন। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিশ্বাস বেতকা এলাকায় ছাতা মসজিদ সংলগ্ন বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্যের অফিসে এ পথচলা শুরু হয়।
এ সময় সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যাপক মতিনুজ্জামান মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক আল আমিন, সমন্নয়ক মনিরুল ইসলাম, আল আমিন সিয়াম, ফরাশ,নিলয় প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্বাস বেতকা এলাকায় কোন প্রকার মাদক, ইভটিজিং, জুয়া চলবে না। এই এলাকায় থাকতে হলে সবার সঠিক ভাবে আইন অনুযায়ী চলতে হবে। যে ব্যক্তি অবৈধ ভাবে কারো সাথে বেয়াদবি করবে আমরা সকলে তা প্রতিহত করবো। অনুষ্ঠান শেষে দোয়া করেন বিশ্বাস বেতকা ছাতা মসজিদের ইমাম মাওলানা মুকাব্বির।

 

১৮৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *