যমুনা নদীতে নৌকায় গানের আড্ডায় মেতেছিল বাউলিয়ানা শিল্পীগোষ্ঠী

টাঙ্গাইল বিনোদন ভূঞাপুর

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলের বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীদের যমুনা নদীতে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে যমুনার পাড়ের ঐতিহ্য গোবিন্দাসী ঘাট থেকে যাত্রা করে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে নোঙর ফেলা হয়। পরে সবাই নৌকা থেকে নেমে সামান্য বিশ্রাম নিয়ে বসে যান সংগীতের আসরে। এ আসরে একে একে পরিবেশিত হয় জনপ্রিয় গানগুলো। বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীরা টানা গান পরিবেশনে যমুনা নদীর জলরাশির ঢেউ ও গানের সুর দিগন্তে মিশে সুন্দর মুর্হুতের সৃষ্টি করে। অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আনন্দে মেতে ওঠেন উপস্থিত সবাই।
সংগীতের আসরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর প্রধান ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী রুহুল আমীন খোকন । সখীপুর থেকে আগত বিটিভির শিল্পী লালন সিদ্দিকী ও ঝুমুর সিদ্দিকী, মধুপুর থেকে মঞ্চ কাপানো শিল্পী মিতু মনি, ভূঞাপুর থেকে এশিয়ান টেলিভিশনের শিল্পী নূরী, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়রের কন্যা ও টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির স্টুডেন্ট সময়, দৈনিক যুগধারা পত্রিকার যুগ্ম সম্পাদকের কন্যা আরোশি, কানাডা প্রবাসী জাকির খানসহ আরও অনেকে গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন পারকেশনপ ফরহাদ ও মানিক চন্দ, বাঁশিতে শাহ জামাল, গিটারে এ আর কাঞ্চন, প্যাডে মামুন খান, কিবোর্ডে কামরুজ্জামান রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোখলেসুর রহমান, কৃষি কর্মকর্তা রুহুল আমীন ও জাকির খান।

 

৪২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *