
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাকির সিকদারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২১ অক্টোবর) রাতে তার পেইন খিজুনী শুরু হলে ওই রাতেই তাকে জরুরী ভিত্তিতে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এদিকে জাকির সিকদারকে দেখতে সমন্বয়ক সারজিস আলম সোহরাওয়ার্দী হাসপাতালে যান। সেখানে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
জাকিরের পারিবারিক সূত্র জানান, গত (১৫ আগস্ট) দুপুরে মির্জাপুর উপজেলা সদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা চালান। এতে মির্জাপুরের প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী (২৩) ছাড়াও অন্যতম সমন্বয়ক মোজাহিদুল ইসলাম (১৮) ও জাকির সিকদার (১৮) আহত হন। তাঁদের তিনজনকে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পরে গুরুতর অবস্থায় মোজাহিদুল ইসলামকে ঢাকা ও জাকির সিকদারকে ঘাটাইল সিএমএইচে ভর্তি করা হয়।
মোজাহিদের ঘাড়ে দায়ের কোপে গভীর ক্ষত হয়েছে। জাকির পিটুনীতে মারাত্মকভাবে আহত হন। একই সঙ্গে তাঁর অন্ডকোষে মারাত্মক আঘাত পান। অন্য দুইজন সুস্থ হলেও জাকিরের অন্ডকোষে ব্যথার কারণে স্বাভাবিক চলাফেরা বিঘ্ন ঘটে। মাঝখানে সুস্থ হলেও গত (৭ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি প্রচন্ড ব্যথা নিয়ে মির্জাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাঁকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। তিনি গত (২৯ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় আসেন। এর ক’দিন পর পুণরায় ব্যথা বাড়ায় তাঁকে ঢাকায় বেসরকারি হাসপাতলে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে তাঁকে গত (৯ অক্টোবর) পুণরায় মির্জাপুরে বেসরকারি হাসপাতালে আনা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত সোমবার (২১ অক্টোবর) রাতে তাঁর পেইন খিজুনী শুরু হলে রাতেই ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ জাকির সিকদার বলেন, ব্যথা শুরু হলে কিছুই সহ্য হয় না। মনে হয় আত্মহত্যা করি।
মির্জাপুরে বেসরকারি ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আশিকুর রহমান জানিয়েছিলেন, আঘাতের ফলে জাকিরের অন্ডকোষের কিছু নার্ভ ড্যামেজ হয়ে গেছে। যা সচল হতে উন্নত চিকিৎসা ও সময় লাগবে।
এদিকে জাকির সিকদার ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহত হওয়ার পর থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়ে সহযোগিতা করছেন।
এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাকির সিকদার অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে। শুরু থেকে তার চিকিৎসার ব্যাপারে আমি সহযোগিতা করে যাচ্ছি। ভবিষ্যতেও তার চিকিৎসার ব্যাপারে যা যা করার তা করা হবে বলে তিনি জানিয়েছেন।