কালিহাতীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত ॥ স্ত্রী আহত

কালিহাতী টাঙ্গাইল

কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকাশ আহমেদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এলেঙ্গা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত আকাশ আহমেদ উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াদ (নায়েব বাড়ী) গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের (এসআই) রাহাদ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে আকাশ আহমেদ স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা উপজেলার মুলিয়া এলাকায় একটি সিএনজিকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ আহমেদের (২২) মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী পাশের খাদে ছিটকে পড়ে আহত হন। ওই পুলিশ সদস্য আরও বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

৫৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *