স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বল্লা ইউনিয়ন রোডে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
কালিহাতী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও যুবনেতা শেখ আমিনুর ইসলাম এবং মোহাম্মদ ফিরোজ মিঞার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান মতিন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, ডক্টর এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, জিয়া পরিষদের জেলার সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মোহর আলী, কৃষকদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, কৃষিবিদ এস এম খালিদ, সাবেক ছাত্রদলের সভাপতি রশিদুল ইসলাম রতন প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন মুকুল। এ সময় উপজেলা বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।