স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কর্ণফুলী একাদশ (২-১) গোলে ধলেশ্বরী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে মাহমুদনগর ইউনিয়নে মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদনগর ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পরিচালক (অর্থ) শাহাদত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেন।
মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম সিকদার টুর্নামেন্টের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান জাগ্রত সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকারি এম এম আলী কলেজের সহযোগী অধ্যাপক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আশরাফুজ্জামান, এলাকার ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার একেএম জাহিদুল হক বাবু, সেভরন বাংলাদেশের কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার, দেশ ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট এজেন্সির কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা আবু সাদেক, প্রথম শ্রেণির ঠিকাদার সাইফুল ইসলাম তালুকদার, মাহমুদুল হাসান জাগ্রত সংঘের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান লিটন এবং সিনিয়র সহ সভাপতি ও আয়োজক কমিটির সদস্য সচিব বাহারুল ইসলাম প্রমুখ।
মাহমুদুল হাসান জাগ্রত সংঘ আয়োজনে গত জুলাই মাসে এলাকার তরুন ও যুবকদের নিয়ে ছয়টি দলে বিভক্ত হয়ে ফুটবল টুর্নামেন্টে শুরু হয়। ফাইনাল খেলার প্রথমার্ধে অধিনায়ক শাকিল আহমেদের গোলে ধলেশ্বরী একাদশ (১-০) এগিয়ে যায়। খেলায় পিছিয়ে পড়ে কর্ণফুলী একাদশের খেলোয়াড়রা চমৎকার পারফরমেন্স করলে দলের স্টাইকার অজয় পরপর দুটি গোল করে দলকে চ্যাম্পিয়নের বন্দরে পৌঁছে দেন।
রানারআপ ধলেশ্বরী একাদশের অধিনায়ক শাকিল আহমেদ টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, কর্ণফুলী একাদশের আশিক সর্বোচ্চ গোলদাতা, যমুনা একাদশের শামীম আহমেদ পরিচ্ছন্ন খেলোয়াড় নির্বাচিত হয়। তাছাড়া ধলেশ্বরী একাদশের এগারো বছর বয়সের খেলোয়াড় মাহিম হাসানকে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। চ্যাম্পিয়ন কর্ণফুলী একাদশ ও রানারআপ ধলেশ্বরী একাদশকে ফ্রিজ পুরস্কার দেয়া হয়।