স্টাফ রিপোর্টার ॥
আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গণঅধিকার পরিষদের (জিওপি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা শাখা গণঅধিকার পরিষদ। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) বিকারে পৌর শহরের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরের নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদে উপজেলার শতাধিক নতুন সদস্য যুক্ত হন।
এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুণের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা ও টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক রুবেল খান, অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক ওমর ফারুক, উপজেলার যুব নেতা বশির ও ছাত্র নেতা আলামিন ইসলাম প্রমুখ।
বক্তারা বক্তারা বলেন, তারুণ্যের দল গণঅধিকার পরিষদ ক্ষমতায় গেলে সমাজের বৈষম্য এবং বিভিন্ন অসঙ্গতি রুখতে ও সাধারণ জনগণের জানমান এবং তাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।